অনলাইন থেকে এনআইডি স্মার্ট কার্ড ডাউনলোড করতে শুধুমাত্র ভোটার আইডি কার্ডের নাম্বার বা ভোটার নিবন্ধন স্লিপ এর নাম্বার লাগবে।
অনলাইন থেকে এনআইডি স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম
আপনি হয়তো নতুন ভোটার হয়েছেন কিনবা আপনি হয়তো ভোটার হয়েছেন দেরি হচ্ছে। কিন্তু এখনো ভোটার আইডি কার্ড হাতে পান নাই। তাহলে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে আপনাকে সহজে অনলাইন থেকে স্মার্ট আইডি কার্ড ডাউনলোড করা শিখাবো। যা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কাজ করতে পারবেন। অনলাইন থেকে এনআইডি স্মার্ট কার্ড ডাউনলোড করার ধাপগুলো নিচে ছবিসহ আলোচনা করা হলো…..
১. অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা: প্রথমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এর জন্য এই লিংকে ক্লিক করুন। লিংক: অ্যাকাউন্ট রেজিস্টার। লিংককে ক্লিক করলে আপনি নিচের পেইজটি দেখতে পাবেন। এখানে ১ম বক্সে আপনার এনআইডি কার্ডের নাম্বার বা নতুন ভোটার হলে ভোটার নিবন্ধন স্লিপের নাম্বানটি লিখুন। এরপর আপনার জন্ম তারিখ (দিন/মাস/বছর অনুসারে) এবং ছবিতে প্রদর্শিত কোড লিখে সাবমিট করুন।
২. ভোটার আইডির ঠিকানা সেলেক্ট করা: এরপর নিচের পেইজের মতো আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা সেলেক্ট করে দিন। এখানে উল্লেখ যে, শুধুমাত্র আপনার বিভাগ, জেলা ও উপজেলা সেলেক্ট করবেন, যা আপনি এনআইডি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন। সেলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করুন। মনে রাখবেন পরপর তিনবার ঠিকানা ভুল সেলেক্ট করলে আপনার আইডি লক হয়ে যাওয়ার সম্ভবনা আছে।
৩. মোবাইল নাম্বার ভেরিফিকেশন করা: ঠিকানা ঠিক থাকলে, এই ধাপে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য নিচের পেইজের মত আপনার মোবাইল নাম্বারটি Show করবে। এখানে আপনার মোবাইল নাম্বারটি ঠিক আছে কিনা, শেষের ডিজিট গুলো চেক করে কনর্ফাম হোন। যদি মোবাইল নাম্বার ঠিক থাকে, বার্তা পাঠান অপশনে ক্লিক করুন। আর মোবাইল নাম্বারটি ব্যবহার না করলে মোবইল পরিবর্তন অপশনে ক্লিক করে আপনা নাম্বারটি ভেরিফিকেশন করে নিন। ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইল ম্যাসেজে ৬ ডিজিটের কোড আসবে। কোডটি লিখে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। নিচের ছবি দুইটি চেক করতে পারেন।
৪. NID Wallet ডাউনলোড: মোবাইল নাম্বার ভেরিফিকেশনের পর, আপনি অন্য একটি মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে NID Wallet অ্যাপসটি ইনস্টল করে নিতে হব।
নিচে অ্যাপের লিংক দেওয়া হল..
৫.QR কোড স্ক্যান করা: NID Wallet অ্যাপসটি Start করুন, সাথে আপনার মোবাইল থেকে নিচের পেইজের মতো রেড বাটনে ক্লিক করুন। এবার NID Wallet স্ক্যানার দিয়ে আপনার মোবইলে প্রদর্শিত QR কোডটি Scan করুন।
৬.ফেইস ভেরিফিকেশন করা: QR কোডটি Scan করার পর আপনার মোবাইল স্ক্রীনে প্রদর্শিত নির্দেশনাগুলো ভালো করে পড়ুন এবং Start Face Scan বাটনে ক্লিক করুন। ফেইস স্ক্যান করা জন্য, প্রথমে ক্যামরা আপনার মুখ বরাবর সোজাসুজি ধরুন, চোখের পলক ফেলুন এবং মাথা ডান-বাম করুন। Successfully ম্যাসেজ পাবেন, তারমানে আপনার একাউন্টটি ফেইস ভেরিফিকেশনের মাধ্যমে Successfully রেজিস্ট্রেশন হয়েছে।
৭. একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা: আপনার একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন। এতে করে পরবর্তী যেকোন সময়ে আপনি ফেইস ভেরিফিকেশন ছাড়া এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে এটা Skip করতে পারেন। পাসওয়ার্ডের জন্য আপনাকে Letter ও Number সমন্বয় করে পাসওয়ার্ড দিতে হবে। যেমন: Hasib@470
০৮. এনআইডি কার্ড ডাউনলোড করা: পাসওয়ার্ড সেট করার পর আপনার সামনে সাইটের ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে আপনি আপনার ছবিযুক্ত এনআইডি দেখতে পাবেন। তার ডানপাশে আপনি ডাউনলোড অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনার আইডি কার্ডের PDF ফাইল ডাউনলোড করে যেকোন প্রিন্টারের দোকান থেকে সহজে প্রিন্ট করতে পারবেন।
এনআইডি ডাউনলোড কপি কি কি কাজে ব্যবহার করা যায়?
সাধারণত, নির্বাচন কমিশন থেকে বিতরণ করা এনআইডি কার্ড ও অনলাইন থেকে ডাউনলোড করা এনআইডি কার্ড’র মধ্যে কোন পার্থক্য নেই। আপনি অনলাইন থেকে ডাউনলোড করা এনআইডি কার্ড নতুন সিম নিবন্ধন, ব্যাংক হিসাব খোলা, ভোট প্রদান, ড্রাইভিং লাইসেন্স নিবন্ধন, পাসপোর্ট নিবন্ধনসহ সকল প্রকার জাতীয় কার্যক্রমে এটি ব্যবহার করতে পারবেন।
আপনার প্রতিদিনের কাজের সহযোগি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকুন…